প্রাণের ৭১

হত্যা মামলার আসামির রক্তাক্ত মরদেহ উদ্ধার

যশোর শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে বাচ্চু গাজী (৩৪) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বাচ্চু গাজী একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

নিহত বাচ্চু গাজী যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের রবিউল গাজীর ছেলে।

 

যশোর কোতয়ালি থানার এসআই আ ফ ম মনিরুজ্জামান জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় রাস্তার পাশ থেকে রক্তমাখা ছুরি, স্যান্ডেল ও লুঙ্গি উদ্ধার করা হয়। এছাড়া নিহতের পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র ও একটি হত্যা মামলার রিকল (আদালত কর্তৃক জামিন সংক্রান্ত আদেশের কপি) পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম বাচ্চু গাজী। এছাড়া তার আত্মীয়রা মরদেহ শনাক্ত করেছেন।

 

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

banglatribune






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*