খালেদা জিয়া ঘরে বসে যে রাজনীতি করে, সে রাজনীতি আর মাঠে খায় না- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম
চাঁদপুর প্রতিনিধি- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বেগম খালেদা জিয়া ঘরে বসে যে রাজনীতি করে, সে রাজনীতি আর মাঠে খায় না। বিএনপির নেতা কর্মীরা ছত্রভঙ্গ অবস্থায় পড়ে আছে। বিএনপি-জামায়াত সারাদেশে উন্নয়নের ধারাকে ব্যাহত করতে টেলিভিশনের সামনে বক্তব্য দেয়, মাঠে আসে না। আসুন, মাঠে আসুন, ভোট চাই। আগামী নির্বাচনে কাউকে তোষামোদ করা হবে না। যার যার ইচ্ছায় নির্বাচনে আসেন। না হলে বিএনপিকে মুসলিম লীগের মতো খুঁজে পাওয়া যাবে না, বিলুপ্ত হয়ে যেতে হবে। ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। নারায়ণপুর ইউনিয়ন নৌকা মার্কার ঘাঁটি। আর এ ঘাঁটিতে কেউ আঘাত করতে চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
শুক্রবার বিকালে নারায়ণপুর ইউনিয়নের পয়ালী কাদের বক্স উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মাস্টার প্রমুখ।
সভাপতিত্বে ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।