প্রাণের ৭১

ছাত্রলীগের নারী নেত্রীকে বাসায় গিয়ে মারধর করছে ছাত্রলীগ সভাপতি

এবার নিজ সংগঠনের নারী সদস্যকে নির্যাতনের অভিযোগ উঠেছে সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। গত বছর ২৪ অক্টোবর সংগঠনের সহ-সভাপতি জ্যোতিকে তার বাসায় গিয়ে পেটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গতরাতে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

গত বছরের ২৪ অক্টোবর দুপুরে সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্র মাহমুদ জ্যোতিকে তার দারুসসালামের বাসায় ঢুকে একই শাখা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান অনিক ও তার সহযোগিরা বেদম মারধর করে। ঘটনার পরদিন সকালেই থানায় মামলা করেন নির্যাতিতা। তবে গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই মারধোরের ভিডিও।

নির্যাতিতা জ্যোতি বলেন, ‘২০১৫ সালে সে আমার হাতে কোপ দেয়, তার ছেলেপোলা দিয়ে ইভটিজিং করেছে। এরপর ২০১৭ সালে এসে সেই জের ধরে তারই ছেলে পেলে এনে আমার ঘরের মধ্যে ঢুকে ইচ্ছা মতো মারধর করে। ২৪ অক্টোবর আমাকে মারছে কেনো আজ অবধি সেই কারণ আমার জানা নেই। এটি মেয়েকে আমার রুমমেট হিসেবে রাখি। ওরা ওই দিন এসে তাকেও মারধর করে।’

ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে অভিযুক্ত অনিক দাবি করেন, সংগঠনকে কলুষিত করতেই জ্যোতি মিথ্যা অভিযোগ করছে।

বাংলা কলেজের সভাপতি অনিক বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন অভিযোগ দেওয়ার আগেও এই মেয়ে আমার নামে আরেকটি অভিযোগ করেছিলো। শেষমেষ এই অভিযোগ নিয়ে সে আমার কাছে দশ লাখ টাকা দাবি করছে। আমি দিতে আস্বীকার করলে সে আমাকে বির্তকিত করতে বিভিন্নভাবে হয়রানী করে।’

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির বলেন, ‘গতকাল যে ভিডিও এসেছে তা আমরা তদন্ত করবো। তদন্ত করে সত্যতা পেলে আমরা অনিকের বিরুদ্ধে ব্যবন্থা করবো।’

ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির।

জ্যোতিকে নির্যাতনের ঘটনায় গতবছর ২৫ অক্টোবর করা মামলায় তদন্তের অগ্রগতি হয়েছে বলে মুঠোফোনে জানান দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান।

নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*