দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায়
মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এসে পৌঁছেছেন।
আজ ২৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় আসা নরেন্দ্র মোদি পঞ্চম বিশ্ব নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। সেখান থেকে বেড়িয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের প্রধানমন্ত্রী।
আজ বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা করবেন মোদি। ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি। করোনা মহামারি শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম বিদেশ সফর।
সফরের দ্বিতীয় দিন ২৭ মার্চ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানাবেন। এরপর সাতক্ষীরা এবং গোপালগঞ্জে দুটি মন্দির পরিদর্শন করবেন । বিকেলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের মাঝে ৫টি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে।
২৭ মার্চ সন্ধ্যা সোয়া ৭টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন মোদি।