আজ ৫ই মে
আজ ৫ মে ব্রিটিশবিরোধী শহিদ প্রীতিলতার জম্মদিন
মোঃ শামসুল আরিফঃব্রিটিশবিরোধী আন্দোলনে যে কজন সাহসীকতার সঙ্গে আন্দোলন সংগ্রাম করে প্রান বিসর্জন দিয়েছে তাদের মধ্যে প্রীতিলতা অন্যতম। স্বাধীন ভারতীয় উপমহাদেশের জন্য তাদের ত্যাগ অনেক। জানুন প্রীতিলতা সর্ম্পর্কে।
প্রীতিলতা ওয়াদ্দেদার Pritilata Waddedar) প্রীতিলতা ওয়াদ্দের নামেও পরিচিত (জন্ম: মে ৫, ১৯১১; মৃত্যু সেপ্টেম্বর ২৪, ১৯৩২), ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতার, একজন বাঙালী, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। ১৯৩২ খ্রিস্টাব্দে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। এই ক্লাবটিতে একটি সাইনবোর্ড লাগানো ছিলো যাতে লেখা ছিলো “কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ”। প্রীতিলতার দলটি ক্লাবটি আক্রমন করে এবং পরবর্তিতে পুলিশ তাদের আটক করে। পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড গলাধঃকরন করে আত্মহত্যা করেন।