বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদরাসা ছাত্রীর বাবাকে হত্যা
বগুড়ায় এক মাদরাসা ছাত্রীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা ছায়েদ আলীকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে গাবতলী উপজেলার পেরীরহাট পূর্বপাড়ায় নিহত ওই ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৮টার দিকে রনি ৪-৫ জন সঙ্গি নিয়ে ছায়েদ আলীর বাড়িতে যায়। রনি তার সঙ্গে ওই মেয়েকে বিয়ে দিতে চাপ সৃষ্টি করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছায়েদ আলীর ওপর হামলা ও ছুরিকাঘাত রনি ও সহয়োগীরা।
গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যেই তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ রনি আহম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, রনির নেতৃত্বেই এ হামলা হয়েছিল।
গাবতলি থানা পুলিশ জানায়, উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট পুর্বপাড়া গ্রামের মৃত মদন আলীর ছেলে ছায়েদ আলী ব্যবসা করতেন। তার মেয়ে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
তাকে পার্শ্ববর্তী শাজাহানপুরের নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কলেজ ছাত্র রনি উত্যক্ত করে আসছিল। রনি সম্প্রতি তাকে বিয়ের প্রস্তাব দিলে ছায়েদ আলী তা প্রত্যাখ্যান করেন। এতে রনি ক্ষুব্ধ হয়।
গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানিয়েছেন, বিয়েতে রাজি না হওয়ায় রনি মেয়ের বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে।