ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৬
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬ জন হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকশ মানুষ।
স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) সকালে পশ্চিম জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।
সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জানা গেছে অধিকাংশ ভুক্তভুগিরাই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। সেখানকার সিয়ানজুর শহর ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
« স্বস্তিঃ মাঠে ফিরছেন রাফায়েল ভারানে (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) জঙ্গি ছিনতাইয়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তি শনাক্ত »