আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৭
আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশের একটি মসজিদের বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জনেরও বেশি। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে হামলা ও হতাহতের এ ঘটনা জানিয়েছে।
ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবে মসজিদটি ব্যবহার করা হয়। নিহত-আহতরা ভোটার নিবন্ধনের কাজ করছিলেন বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানান, রবিবার খোস্ত প্রদেশের মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৭ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এরা সবাই সরকারি কর্মকর্তা।
এই ঘটনায় মসজিদে নামাজ পড়া এবং ভোটার নিন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।
« রাহুলের কথা শুনতে শুরু করেছেন ভারতের মানুষ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ফেনী গার্লস ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ »