জঙ্গি ঢুকছে! আফগান সীমান্তে আরো ৭০ কিলোমিটার বেড়া পাকিস্তানের
পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের আরও ৭০ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বলেছেন, আফগানিস্তান থেকে পাকিস্তানে জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশে আফগান সীমান্তে আরও ৭০ কিলোমিটার বেড়া নির্মাণ করা হয়েছে।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দুই হাজার তিনশ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। এর বেশিরভাগ পার্বত্য এলাকা। পাকিস্তান সরকার যত দ্রুত সম্ভব সীমান্তের সব স্থানে বেড়া নির্মাণ সম্পন্ন করতে চায়। আফগানিস্তান সীমান্তে বেড়া নির্মাণ শেষ হওয়ার পর সাড়ে সাত শ স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন করা হবে।
পাকিস্তান-আফগান সীমান্ত ডুরান্ট রেখা নামেও পরিচিত। তবে আফগান সরকার ওই রেখাকে আনুষ্ঠানিকভাবে আফগান-পাকিস্তান সীমান্ত বলে স্বীকার করে না। সীমান্ত বেড়া নির্মাণেরও বিরোধিতা করে আসছে দেশটি।
সূত্র: কলকাতা ২৪x৭