রুবেলের বউকে নিয়ে হ্যাপি যা বললেন।
জাতীয় দলের পেস বোলাররুবেল হোসেন এবং নাজনীনআক্তারহ্যাপিইস্যু নিয়ে কম নাটক হয়নি। হ্যাপির প্রেমের ফাঁদে পা দিয়ে জেলখানায়ওযেতেহয়েছে রুবেল হোসেনকে। সেই হ্যাপিকে ভুলে বিয়ে করে সংসার জীবন শুরু করেছেন রুবেল।
গত শনিবার রুবেল নিজের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ফেসবুকে পোস্ট করার পর থেকেই অনেকেহ্যাপির মতামত জানতে আগ্রহ প্রকাশ করছেন।
হ্যাপি নিজের ফেসবুক প্রোফাইল থেকে তারজবাব দিয়ে বলেন, আপাতত ধর্মশিক্ষাতেই তিনি নিয়োজিত আছেন।বিয়ে করার কোনও পরিকল্পনাই নেই তার।অনেকেই মনেকরেছেন হ্যাপি গোপনে অন্য কাউকে বিয়ে করেছেন।
এসব নিয়ে রুলের সাবেক প্রেমিকাফেসবুকে জানালেন তার বক্তব্য।
এক সময় বাংলাদেশের উঠতি মডেল ছিলেন। জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন। বর্তমানে ধর্মচর্চার কারণে নামও বদলে ফেলেছেন তিনি। তার নাম এখন আমাতুল্লাহ।
এর আগে রুবেল-হ্যাপির সম্পর্ক নিয়ে দেশের সংবাদ মাধ্যমে হইচই পড়ে যায়। সম্পর্কের বিচ্ছেদের পর হ্যাপি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, রুবেলের সঙ্গে আমার ৯ মাসের প্রেমের সম্পর্ক।বিয়ের প্রলোভন দেখিয়ে সে কয়েকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছে। আর এটা হয়েছে মিরপুর কমার্স কলেজের বিপরীতে তার বাসায়।