আইএসে যোগ দিলে মিলবে যৌনদাসী
ইরাক ও সিরিয়ার ভূমি নিয়ে অনেকটা রাতারাতিই শক্তিশালী রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে আইএস। কিন্তু তাদের সেই সাম্রাজ্য গড়া আর হয়ে ওঠে নি। রাশিয়া ও সিরিয়ায় লাগাতার বোমা হামলায় আইএস কোণঠাসা হয়ে সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছে।
ইরাক-সিরিয়ায় রাজত্ব হারিয়ে পাকিস্তান-আফগান সীমান্তে ঘাঁটি গড়ার চেষ্টা করে আইএস। তবে আফগান ও মার্কিন সেনারা তাদের সেসব ঘাঁটি বিমান হামলা করে গুড়িয়ে দেয়। বর্তমানে আফগানিস্তানের জৌঝান এবং দারজার অঞ্চলে নতুনভাবে শক্তি বাড়াচ্ছে আইএস। নতুন সদস্য সংগ্রহে তারা কৌশল হিসেবে বেছে নিয়েছে যৌনতা। তরুণদের মধ্যে ধারণা সৃষ্টি করছে যে, আইএসের দলে যোগ দিলেই মিলবে সুন্দরী যৌনদাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো পরিবারে চারজন মেয়ে থাকলে চারটি পতাকা ঝোলাতে হবে। পরে তারা সেখান থেকে মেয়েদের অপহরণ করে নিয়ে যায়। এসব মেয়েদের যৌনদাসী বানানো হয়।
সূত্র: এনডিটিভি