প্রাণের ৭১

কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’ শুভেচ্ছা সফরে ভারতে

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর জাহাজ তাজউদ্দীন ভারতে শুভেচ্ছা সফরে ভারতে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সিজি বার্থ পতেঙ্গা থেকে ছেড়ে গেছে জাহাজটি। সফরকালে জাহাজটি ভারতের চেন্নাই ও বিশাখাপট্টম বন্দরে অবস্থান করবে।

কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) আব্দুল্লাহ আল মারুফ জানান, ২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা  স্মারকের আলোকে প্রতি বছরেই উভয় দেশের কোস্ট গার্ডের জাহাজ দুই দেশে শুভেচ্ছা সফরে গমন করে আসছে। এই সময় কোস্ট গার্ড সদস্যদের প্রশিক্ষন (সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা,পরিবেশ দূষন রোধকল্পে করণীয়) ও পারস্পারিক সম্পৃতি ও সমঝোতা বৃদ্ধি এবং যৌথ মহড়াসহ গুরুত্বপূর্ণ বিষয় সমূহের উপর প্রাধান্য দেওয়া হবে।

সফরে এসওপিএ হিসেবে কমোডোর বশির উদ্দিন আহম্মেদ ও জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১০৪ জন নাবিক অংশ নিচ্ছেন। জাহাজ পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জাহাজটি সফর শেষে আগামী ৪ জুন ফিরে আসবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*