প্রাণের ৭১

জিদান কাতার ফুটবল দলের কোচ হতে পারেন!

বার্ষিক ৪৪ মিলিয়ন পাউন্ডে কাতার জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে বৃহস্পতিবার দায়িত্ব ছাড়েন এই কিংবদন্তি।

২০২২ বিশ্বকাপ আসর বসবে কাতারে। তার আগে জিদানকে এনে নিজেদের শক্তি বাড়াতে চায় দেশটি। দ্য সান ইঙ্গিত দিয়েছে, কাতারের প্রস্তাবে সাড়া দিতে পারেন জিজু।

রিয়ালের কোচ হয়ে ১৪৯ ম্যাচে ১০৪ জয়ের দেখা পেয়েছেন জিদান, ড্র ২৯ ম্যাচে। তার সময়ে ৩৯৩ গোল করেছে দল। শিরোপা জিতেছেন ৯টি। টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি একবার লা লিগা, দুইবার ক্লাব বিশ্বকাপ এবং দুইবার উয়েফা সুপার কাপ জিতেছেন।

৩১ মে আচমকা রিয়ালের দায়িত্ব ছাড়ার সময় বলেন, ‘সামনের মৌসুম থেকে আমি আর রিয়ালের কোচ থাকছি না। বুধবার আমি ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজকে আমার মত জানিয়ে দেই। জানি, সংশ্লিষ্ট সবার কাছে এটি বিস্ময়ের খবর। কিন্তু আমি মনে করি বিদায় বলার এখনই সময়।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*