সৌদির আকাশে হেলিকপ্টার ধ্বংস করল ইয়েমেন !
আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে ইয়েমেনের বিমান বাহিনী। যার ফলে সামরিক কপ্টারে থাকা সমস্ত যাত্রীর মৃত্যু হয়েছে। আনসারুল্লাহ’র সহযোগিতায় হেলিকপ্টারটি ধ্বংস করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ইয়েমেনের সামরিক সূত্র বলছে, ইয়েমেন সীমান্তের সৌদি ভূখণ্ডে হেলিকপ্টারটি ধ্বংস হওয়ায় সেখানে ঠিক কয়জন আরোহী ছিল তা জানা যায়নি।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আধিকারিক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্যাপক সাফল্য পেয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বে আগ্রাসন চলছে। এ সময়ের মধ্যে ইয়েমেনের আট লাখের বেশি মানুষ হতাহত হয়েছে বলে সে দেশের সরকার জানায়। এছাড়া আগ্রাসন চালাতে গিয়ে সৌদি আরবের এক হাজারের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে খবর সংবাদমাধ্যমে।
« জিদান কাতার ফুটবল দলের কোচ হতে পারেন! (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিশ্বকাপে সৌদির ম্যাচগুলোতে গ্যালারীতে থাকবে কি আরব ললনারা? »