প্রাণের ৭১

রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্স পার্লামেন্টের আমন্ত্রণে ফ্রান্স- বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশীপ গ্রুপের উদ্যোগে মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ সকালে প্যারিস থেকে দেশে ফিরেছেন।
সম্মেলনে স্পিকার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞগণের সাথে মতবিনিময় করেন।
সফরকালে স্পিকার ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যারোল ব্যুরো বোননার্ড এর সাথে সাক্ষাৎ করেন।
স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন ।
স্পিকার গত ৩০ মে এ সম্মেলনে অংশ নিতে প্যারিস যান। সেখানে সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*