শেখ হাসিনার নামে জমি কিনলেন এমপি কুদ্দুস
নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একখণ্ড জমি কিনেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আবদুল কুদ্দুস।
স্থানীয় মৃত লোকমান হোসেনের ছেলে আবদুর রহিম ও মেয়ে রোজিনা খাতুন এবং আবদুল হকের ছেলে মাসুদ পারভেজ রুবেলের কাছ থেকে নগদ ১৩ লাখ টাকায় জমিটি কেনা হয়। সোমবার লক্ষীকোল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা এ দলিলে জমির গ্রহীতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নাম এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যবহার করা হয়েছে।
এ সময় সংসদ সদস্য অধ্যাপক মো. আবদুল কুদ্দুসসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল প্রামানিক, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নান, আওয়ামী লীগ নেতা শাবান মাহমুদ ও সাইফুল ইসলাম মেম্বার, ছাত্রলীগ নেতা ইলিয়াস পারভেজ ও মাসুম পারভেজ রুবেল সেখানে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বড়াইগ্রামে উপজেলা আওয়ামী লীগের স্থায়ী অফিস করার জন্যই মূলত ওই জমিটি দলীয় সভানেত্রী শেখ হাসিনার নামে দেখানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই সেখানে দলীয় অফিসের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।