নতুন ‘ব্লাউজ’ কিনে না দেয়ায় বিষ খেয়ে ‘স্ত্রী’র আত্মত্যার চেষ্টা, সেই অভিমানে ‘মরল’ স্বামী!
আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর কাছে স্ত্রীর আবদার, হাট থেকে এনে দিতে হবে নতুন ব্লাউজ। স্বামী ব্লাউজের বায়না না মেটানোয় বিষ খেয়ে আত্মত্যার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু নিজের ওপর স্ত্রীর অভিমান দেখে নিজেকেই শেষ করে দিলেন স্বামী। স্ত্রীর আচরণে ক্ষুব্ধ হয়ে অর্ধেক খাওয়া বিষের পাত্র স্ত্রীর মুখ থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলেন স্বামী। ফলে মৃত্যু হয় তার।
সোমবার ভারতের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বকদুয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রথমে বিষ খেয়ে আহত হওয়া স্ত্রী লতিকাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, স্ত্রীর খাওয়া বাকি বিষ নিয়ে বাইরে বেরিয়ে যান উদয়। অনেক রাত পর্যন্ত ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। প্রতিবেশীরা প্রথমে সন্দেহ করেন, ট্রেন ধরে হয়ত দিল্লি চলে গিয়েছেন উদয়। পরের দিন সকালে পাশের আমবাগানে তার মৃতদেহ উদ্ধার হয়।