‘সেন্ট্র্রিফিউজ নির্মাণ বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ইরান’
তেহরান: সেন্ট্র্রিফিউজ নির্মাণ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এমনটাই জানাল ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা বা এ.ই.ও.আই। ইউএফ৪ এবং ইউএফ৬ গ্যাস উৎপাদনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। ২০১৫ সালের পরমাণু সমঝোতার আওতায় এই তৎপরতা চালানো হবে। এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে এটি অবহিত করা হবে।
এ.ই.ও.আই’এর মুখপাত্র বেহরুজ কামালবান্দি জানান, চিঠির মাধ্যমে ইউরেনিয়াম হেক্সফ্লোরাইড বা ইউএফ৬’এর উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া শুরুর বিষয়ে আইএইএ’কে অবহিত করা হবে। সেন্ট্রিফিউজে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম হেক্সফ্লোরাইড বা ইউএফ৬। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণের নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী দেয়ার কয়েক ঘণ্টা মধ্যেই এই বক্তব্য দিলেন বেহরুজ।