প্রাণের ৭১

উল্টোপথে আসা জাতীয় পতাকাবাহী গাড়িকে ফিরিয়ে দিয়ে প্রসংশায় ভাসছেন পুলিশ কর্মকর্তা

ঢাকার রাস্তায় প্রায়শই উল্টাপথে গাড়ি চালাতে দেখা যায় প্রভাবশালীদের। মন্ত্রী, পুলিশ অফিসার ও সাংবাদিকদেরই এ কাজ করতে বেশি দেখা যায়। ট্রাফিক পুলিশও যেন তাদের প্রতি একটু ‘উদার’। তবে এ ট্রাফিক পুলিশ অন্যদের চেয়ে ভিন্ন। উল্টোপথে আসা জাতীয় পতাকাবাহী একটি গাড়িকে মাঝ রাস্তায় থামিয়ে দিয়েছেন এ পুলিশ অফিসার।

গাড়িটির পেছন পেছন আরেকটি গাড়িও উল্টাপথে আসছিল। এ পুলিশ কর্মকর্তা দুটি গাড়িকেই ফিরিয়ে দিয়েছেন। প্রত্যক্ষদর্শী একজন এ দৃশ্য ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটিতে অনেকেই পুলিশ কর্মকর্তার ‘সাহসিকতার’ প্রসংশা করেছেন।

কবির হোসেন নামের একজন লিখেছেন ‘সব পুলিশ অফিসার যদি এমন হতো, তাহলে সত্যি দেশটা ডিজিটাল হয়ে যেত।’

ভিডিওটি ঢাকার একটি রাস্তার এটা বোঝা গেলেও ভিডিওটি কবে করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সীমাহীন যানজটের ঢাকা শহরে উল্টাপথে গাড়ি চালানোর কারণে মাঝেমধ্যেই রাজপথে আরও বেশি ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*