মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলন এর সালাতু সালাম ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়
গতকাল ৯ই জুন, শনিবার বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (World Humanity Revolution, Bangladesh ) মীরসরাই উপজেলা আজম নগর শাখার উদ্যোগে গাউছিয়া বায়তুল মামুর জামে মসজিদে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়। জনাব এম এম এমরান হোসেনের সভাপতিত্বে ও মোঃ আকতারুজ্জামান টিটুর সঞ্চালনায় বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রিয় নেতা জনাব মুফতি সিবগাত উল্লাহ এরশাদ, জনাব মাওলানা জাফর উদ্দিন, জনাব মাওনালা হাসান আহম্মদ, জনাব মাওলানা সিরাজ উদ্দিন ও মো সাইদুল ইসলাম সজিব এতে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন মিল্লাত- মানবতার মুক্তির লক্ষ্যে আল্লামা ইমাম হায়াত এর দিশা দর্শনের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, যাদের আত্মা শুদ্ধ ও পবিত্র তারাই ইমান্দার!! আর রমজান মাস শুদ্ধ আত্মার উন্নতির মাস…কেননা যাদের আত্মা শুদ্ধ তাদের আত্মার উন্নতি ঘটবে নামাজ, রোজা, হজ্ব ইত্যাদি সকল ইবাদতের মাধ্যমে , আর যাদের আত্মা শুদ্ধ নয় তারা ইমান্দার নয় তাদের জন্য রোজা তথা কোনো ইবাদতই ফরজ নয়!!
মোঃ আকতারুজ্জামান টিটু