প্রাণের ৭১

মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলন এর সালাতু সালাম ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়

গতকাল ৯ই জুন, শনিবার বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (World Humanity Revolution, Bangladesh ) মীরসরাই উপজেলা আজম নগর শাখার উদ্যোগে গাউছিয়া বায়তুল মামুর জামে মসজিদে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়। জনাব এম এম এমরান হোসেনের সভাপতিত্বে ও মোঃ আকতারুজ্জামান টিটুর সঞ্চালনায় বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রিয় নেতা জনাব মুফতি সিবগাত উল্লাহ এরশাদ, জনাব মাওলানা জাফর উদ্দিন, জনাব মাওনালা হাসান আহম্মদ, জনাব মাওলানা সিরাজ উদ্দিন ও মো সাইদুল ইসলাম সজিব এতে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন মিল্লাত- মানবতার মুক্তির লক্ষ্যে আল্লামা ইমাম হায়াত এর দিশা দর্শনের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, যাদের আত্মা শুদ্ধ ও পবিত্র তারাই ইমান্দার!! আর রমজান মাস শুদ্ধ আত্মার উন্নতির মাস…কেননা যাদের আত্মা শুদ্ধ তাদের আত্মার উন্নতি ঘটবে নামাজ, রোজা, হজ্ব ইত্যাদি সকল ইবাদতের মাধ্যমে , আর যাদের আত্মা শুদ্ধ নয় তারা ইমান্দার নয় তাদের জন্য রোজা তথা কোনো ইবাদতই ফরজ নয়!!

 

মোঃ আকতারুজ্জামান টিটু






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*