প্রাণের ৭১

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১০ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
বুধবার দেশটির কর্মকর্তারা একথা বলেন।
মঙ্গলবার বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনিপুর, বীরভূম ও উত্তর ২৪ পরগনা জেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ‘গতকাল রাজ্যে বজ্রপাতে ১০ জনের মৃত্যু ও আরো কয়েকজন আহত হযেছে।’
তিনি আরো বলেন, ‘গতকাল বজ্রপাতে ১০ জন মারা গেছে ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’
তিনি বলেন, ‘বাঁকুড়ায় চারজন, হুগলিতে তিনজন এবং পশ্চিম মেদিনিপুর, বীরভূম ও উত্তর ২৪ পরগনায় একজন করে মারা গেছে.
বাসস






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*