বিক্ষোভের মুখে জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক- জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্গি ভিরিকাশভিলি। ক্ষমতাসীন দলের নেতা বিদজিনা ইভানিশভিলির সঙ্গে মতপার্থক্যের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। বুধবার তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, আমার দলীয় প্রধানের সাথে আমার কিছু মতের অমিল হয়েছে। তাই আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মতে এখনই সঠিক সময় তার আদেশে নতুন একটি ক্যাবিনেট গঠন করার।
২০১৫ সাল থেকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন ৫০ বছর বয়সি ভিরিকাশভিলি। তার পদত্যাগের সাথে ক্যাবিনেটের বাকি সব সদস্যও পদত্যাগ করেছেন।
আগামী সাত দিনের মধ্যে নতুন ক্যাবিনেট গঠন করবে দেশটির ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম। দলটি নতুন ক্যাবিনেট সদস্যদের তালিকা তৈরি করে প্রেসিডেন্ট গিওর্জি মার্গায়েলাশিলির কাছে জমা দেবে। তারপরই প্রেসিডেন্ট তা অনুমোদন করবেন।