সৌদি আরবে চাঁদ দেখা গেছে: শুক্রবার ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার ঈদ ঘোষণা করেছে।
এদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে চাঁদ দেখা না যাওয়ায় কেন্দ্রীয়ভাবে শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়া হলেও কেরালায় শুক্রবারই ঈদ উদযাপিত হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের চার উপজেলার কয়েকশ গ্রামের মুসল্লিরা শুক্রবার ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।
« ৫-০ গোলে সৌদিকে নাকে-মুখে পরাজিত করলো রাশিয়া (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) তাহলে কি ক্যাটরিনাকে দেখেই শাহরুখকে কোলে তুললেন সালমান! »