প্রাণের ৭১

লাশ জীবিত করতে না পারায় গ্রেপ্তার ‘স্বঘোষিত

ইথিওপিয়ায় মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে আয়েলে নামের এক ব্যক্তিকে। তিনি নিজেকে নবী বলে দাবি করতেন। দেশটির ওরোমিয়া অঞ্চলের ছোট্ট একটি শহর গালিলিতে এমন ঘটনাই ঘটেছে।

স্থানীয় কয়েকজন জানান, সম্প্রতি সেখানে বেলায়ে নামের একজন মারা যান। আয়েলে নিজেকে ঈশ্বরের দূত দাবি করে তাঁর পরিবারকে বলেন তিনি মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিতে পারেন। মৃতের শোকসন্তপ্ত পরিবার এ কথায় বিশ্বাস করে এবং কবর থেকে মৃতদেহ তোলার অনুমতি দেয়। এরপর এই ‘স্বঘোষিত নবী’ মৃতদেহের ওপর শুয়ে ‘বেলায়ে, জেগে ওঠো’ বলে উন্মাদের মতো চিৎকার করতে শুরু করে।

অনেকক্ষণ চেষ্টা চালানোর পরও বেলায়ে জীবিত না হওয়ায় তাঁর আত্মীয়স্বজন ক্ষুব্ধ হয়ে ওঠে। কয়েকজন অজ্ঞানও হয়ে পড়ে। এক সময় তারা আয়েলের ভন্ডামী বুঝতে পেরে তাকে বেধড়কভাবে মারতে শুরু করে। এরপর পুলিশ এসে তাঁকে প্রাণে বাঁচায়।

স্থানীয় পুলিশ কমিশনার জানিয়েছেন, ইথিওপিয়াতে মরদেহ বিকৃত করা বা তার অমর্যাদা করা শাস্তিযোগ্য অপরাধ। ফলে ভন্ডামী করে প্রাণে বেঁচে গেলেও দেশের আইনভঙ্গ করার অপরাধে শাস্তির মুখে পড়তেই হচ্ছে ‘স্বঘোষিত নবী’ আয়েলেকে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*