উদ্ধারের পর হাসপাতাল ছাড়লো থাই শিশুরা ।
থাইল্যান্ডে এক গুহায় ১৭ দিন আটক থাকার পর উদ্ধার পাওয়া ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
সংবাদমাধ্যমের সাথে কথাবার্তা বলার পর তারা যে যার বাড়িতে ফিরে যাবে বলে থাই কর্মকর্তারা জানাচ্ছেন।
উদ্ধার হওয়ার পর থেকে উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই-এর এক ক্লিনিকে এই কিশোরদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল।
খবর পাওয়া যাচ্ছে যে এই কিশোরদের কিছু সময় বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাজ করতে হবে।
থাই রীতি অনুযায়ী, কোন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর মানুষ স্বল্প সময়ের জন্য ভিক্ষুর ভূমিকা পালন করেন।
« উন্নত দেশগুলোর বানিজ্য যুদ্ধে কেই জিতবে নাঃ চীন । (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) একুশ শতকের দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ। »