অস্তিত্ব সংকটে বাঘ!
অদূর ভবিষ্যতে কি বাঘেদের জায়গা হবে কেবল ছবিতেই?
২৯ জুলাই বিশ্বব্যাপী পালিত বাঘ দিবসে নানা সচেতনতা ও বাঘ রক্ষায় নানা উদ্যোগের কথা বলা হয়। অদূর ভবিষ্যতে কি বাঘেদের জায়গা হবে কেবল ছবিতেই?
২০১০ সাল থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস।
বিশ্বব্যাপী বাঘ রক্ষায় সচেতনতা তৈরীতেই এ দিবস পালন করা হয়।
২০১৫ সালের গণনায় দেখা যায় বাংলাদেশের সুন্দরবনে মাত্র ১০৬টি বাঘ রয়েছে।
প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুই কারণেই সুন্দরবনে বাঘের অস্তিত্ব সংকটে ।
প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাঘের সংখ্যা কমছে।
বিশ্বজুড়ে সার্কাসেও বাঘের ব্যবহার হয়।
বাংলাদেশ ও ভারতে বাঘ রক্ষায় নানা উদ্যোগ নেয়া হলেও বাঘশিকার কমছে না।
জীববৈচিত্র্য রক্ষায় বাঘের নিরাপদ পরিবেশ সৃষ্টি করাটা জরুরী।
« যেভাবে বিশ্বের শীর্ষ ধনী হলেন জেফ বেজুস! (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) আরো উন্নতি দরকারঃমাশরাফি । »