ব্রাজিলকে উপহার দেয়া গরুর শুক্রাণু চাইছে ভারত।
উনিশ শ’ ষাটের দশকে ব্রাজিলের একজন কৃষককে ভারতীয় ‘গির’ প্রজাতির একটি গরু উপহার দেয়া হয়েছিল।
তা থেকে সৃষ্টি হয়েছিল এক সংকর গরু – যা প্রচুর দুধ দেয়। ব্রাজিলের ৮০ শতাংশ দুধ হয় এই গরু থেকে।
কিন্তু সেই গির গরুর সংখ্যা এখন ভারতেই কমে গেছে বলে বলা হচ্ছে।
তাই ভারতে ব্রাজিলিয়ান গির ষাঁড়ের বীর্য আমদানির আগ্রহ তৈরি হয়েছে।
« রঙে রাঙানো ভারতের যেসব বস্তি। (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) শিক্ষার্থী দের চাপা দেয়ে গাড়ির কোম্পানির মালিক নৌমন্ত্রীর শ্যালক! »