মিসাইল বানিয়েই যাচ্ছে উত্তর কোরিয়াঃ যুক্তরাষ্ট্র
গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের পরও নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে উত্তর কোরিয়া।
স্যাটেলাইট থেকে পাওয়া গোপন ছবির মাধ্যমে দেখা যায় ব্যালিস্টিক মিসাইল তৈরি করা একটি কারখানায় এখনও মিসাইল তৈরীর কার্যক্রম চলছে।
ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানান।
জুন মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন’এর বৈঠকের পর দু’জনই পারমাণবিক অস্ত্র তৈরীর কার্যক্রম কমিয়ে আনার বিষয়ে একমত হন। ঐ বৈঠকের পর মি. ট্রাম্প বলেন উত্তর কোরিয়া এখন আর ‘পারমাণবিক হুমকি’ নয়।
তবে মি.কিমের পক্ষ থেকে কোনো নিশ্চিত প্রতিশ্রুতি আদায় না করায় যুক্তরাষ্ট্রে সমালোচনার শিকার হন মি. ট্রাম্প।
« সড়ক কেন এতো অনিরাপদ? (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ধনীদের আয় বেশি, আয়ুও বেশি! »