নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি মেয়রের আহবান
নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন। তাহলে বর্জ্য অপসারণ করা সহজ হবে।’
আজ নগর ভবনে পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মেয়র এই আহবান জানান।
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশু জবাইয়ের জন্য ৬০২টি স্থান নির্ধারণ করা হয়েছে।
পশু কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী থেকে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়ে মেয়র বলেন, ‘গত তিন বছর নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশু বর্জ্য অপসারণ করা হয়েছে। আপনাদের সহায়তায় এবারও নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।’
সিটি কর্পোরেশন জানায়, গতবছর কোরবানির ঈদে রাজধানীতে মোট ২২ হাজার টন পশুর বর্জ্য জমেছিল।
(পরবর্তি সংবাদ) সেপ্টেম্বরে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় : আইনমন্ত্রী »