প্রাণের ৭১

বাংলাদেশে বিভিন্ন স্থানে ভুমিকম্প অনুভূত হয়েছে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) ১০ টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১ মিনিট ধরে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রাজধানী ছাড়া দেশের চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জে এবং ফেনীতে একযোগে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ভারতের আসামে। এদিকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে রাজধানীবাসীর অনেকেই ভূমিকম্পন অনুভব করেছেন। ভয়ে আতঙ্কে অনেকেই ভবন ছেড়ে বাইরে বের হয়ে আসেন। এদিকে আফটারশকের আশঙ্কা থেকে  সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*