আফগানিস্তানে বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত
২ অক্টোবর, ২০১৮ : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলায় সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবান জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত হয়েছে। এ অঞ্চলের সেনা মুখপাত্র আহমেদ সাদিক ইসা মঙ্গলবার একথা জানান। খবর সিনহুয়ার।
ওই কর্মকর্তা আরো জানান, সেখানে এ সংঘর্ষে আরো সাত জঙ্গি আহত হয়।
এতে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কোনকিছু উল্লেখ না করে ওই কর্মকর্তা জোরদিয়ে জানান, বিমানবাহিনীর সহযোগিতায় সরকারি বাহিনী খাস উরুজগান জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের অবস্থানে সামরিক অভিযান অব্যাহত রাখবে।
তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
« লেজার গবেষণার জন্য তিন বিজ্ঞানীর পদার্থে নোবেল জয় (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ভুয়া ডিবি পুলিশের তিন সদস্য গ্রেফতার হয়েছে। »