অনলাইনে নিরাপদ থাকতে এড়িয়ে চলুন কিম কার্দাশিয়ানকে!
মার্কিন তারকা কিম কার্দাশিয়ান বাস্তবে কতখানি ক্ষতিকর তা নিয়ে বিতর্ক থাকলেও ইন্টারনেট জগতে তার নামটি বেশ ক্ষতিকর। কারণ তার নামটি ব্যবহার ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে। অনলাইনে হ্যাকারদের যেন লক্ষ্যবস্তু হয়ে উঠেছে তার নাম।
অনেক বিশেষজ্ঞই বলছেন, অনলাইনে সবচেয়ে ভয়ঙ্কর নাম কিম কার্দাশিয়ান। যুক্তরাজ্যে অনলাইনে অনেকেই কিম কার্দাশিয়ান (Kim Kardashian) অনুসন্ধান করে হ্যাকারদের কুনজরে পড়েছেন।
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ম্যাকফি সম্প্রতি কিম কার্দাশিয়ান নামের এ বিপদের কথা জানিয়েছে। বিভিন্ন ম্যালিশিয়াস ওয়েবসাইট কিছু নাম ব্যবহার করে ভাইরাস ছড়ানো ও হ্যাকিংয়ের কাজে জড়িত থাকে। আর ওই তালিকার শীর্ষে রয়েছেন কিম কার্দাশিয়ান নামটি।
সম্প্রতি ম্যাকাফি ১০ বিপজ্জনক সেলিব্রিটির নাম প্রকাশ করেছে। সম্পূর্ণ তালিকাটি দেখুন নিচে-
১. কিম কার্দাশিয়ান
২. নাওমি ক্যাম্পবেল
৩. কর্টনে কার্দাশিয়ান
৪. অ্যাডেল
৫. ক্যারোলিন ফ্লাক
৬. রোজ বায়ার্ন
৭. কেম সেটিনা
৮. ব্রিটানি স্পেয়ার্স
৯. ইমা রবার্টস
১০. ফেরনে ম্যাকক্যান।