প্রাণের ৭১

চবি ছাত্রলীগের ৫কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী ।

বৃহস্পতিবার দুপুরে চবি’র সমাজবিজ্ঞান ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন,আমরা যৌন হয়রানী ও নিপীড়নের লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টিকে গুরুত্বসহকারে নেয়া হয়েছে।অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠানো হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ইমরান হোসাইন, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ ও নাদির, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইজাজ হায়দার ইজু এবং ইসলামের ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শোয়াবুর রহমান কনক।

তারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, বুধবার (৩ অক্টোবর) ভুক্তভোগী ওই দুই ছাত্রী সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনে দুপুরের খাবার খেতে গেলে ক্যান্টিনে অবস্থানরত ওই পাঁচ ছাত্র অশালীন ভাষায় গালিগালাজ ও যৌন নিপীড়ন করেন।তৎক্ষনাৎ প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্মীরা তাদের সহপাঠী অপর এক ছেলেকে মারধর করে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*