প্রাণের ৭১

জামিন পেলেন ভারতের কথিত ধর্মগুরু রাম রহিম।

ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং জামিন পেয়েছেন। তার ডেরায় থাকা প্রায় ৪০০ পুরুষের অন্ডকোষ জোর করে কেটে দেওয়ার মামলায় তিনি জামিন পান।

তবে এখনই জেল থেকে রেহাই পাচ্ছেন না রাম রহিম। সাচ্চা সউদা ডেরার দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলায় তার কারাদণ্ডের শাস্তি বহাল রয়েছে।

২৩ আগস্ট সিবিআইয়ের স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাম রহিমের জামিনের আবেদন খারিজ করেছিলেন। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই বিচারক জগদীপ সিংয়ের কাছে আবেদন করেন রাম রহিম। আজ শুক্রবার তার জামিন মঞ্জুর করা হয়।

দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর নেওয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে। রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।

রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ উঠে শুরুর দিকে তার পালিত কন্যা হানিপ্রীতকে ধর্ষণ করেছিলেন। ডেরার প্রাক্তন অনুসারীদের দাবি, রাম রহিমের সার্বক্ষণিক সহযোগী হওয়ার আগে হানিপ্রীত তার দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন। খবর: জিনিউজ






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*