ভারত-নেপাল সীমান্তে ভূমিকম্প, কাঁপল উত্তরপ্রদেশ সহ বিস্তীর্ণ এলাকা
ইন্দো-নেপাল সীমান্তের মাটি কেঁপে উঠল ভূমিকম্পে। উত্তরপ্রদেশ সীমান্তে এই কম্পন টের পাওয়া গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫ বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। মিনিস্ট্রি অব আর্থ সায়েন্সেসের অধীনে থাকা এনসিএস জানিয়েছে, দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। মাটি থেকে ৩৩ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল। এখনও পর্যন্ত সেভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগেই ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। ৭.৫ মাত্রার সেই কম্পনের পর সুনামির ঢেউ আছড়ে পড়ে। সেই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় পনেরোশো মানুষের মৃত্যু হয়েছে।
« বিলুপ্ত মেটে তিতির দেখা মিলেছে (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মিরসরাইয়ের ‘জঙ্গি অস্তানা’, বাড়ির মালিক বিএনপি নেতা »