জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
আটকৃতদের বিরুদ্ধে ডকাতি-মারামারি অস্ত্র মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামী ০১। বেলাল হোসেন(২২) পিতা নওশা মিয়া মাতা শাহেনা আক্তার সাং-খীলমুরারী(গোলাম রাব্বানীর বাড়ী) ০২। মোঃ তারেক (২১) পিতা মোঃ জামশেদ আলম মাতা জোসনারা বেগম সাং-মধ্যম সোনাপাহাড় (নিজাম মোল্লার বাড়ী) ০৩। ওমর ফারুক(৩০) পিতা মৃত আবুল বশর মাতা রুবিনা বেগম সাং-ব্যাপারী কোনা লেমুয়া থানা ফেনী সদর জেলা ফেনী বর্তমানে খীলমুরারী (মোঃ বাবুল এর মেয়ের জামাই) ০৪। মোঃ মফিজুর রহমান (২৮) পিতা মৃত গনি আহম্মদ মিস্ত্রী মাতা হারাধন বিবি সাং-দক্ষিন খীলমুরারী(গনি আহাম্মদ মিস্ত্রী বাড়ী) ০৫। রুবেল হোসেন(১৮) পিতা মোঃ নুরুল ইসলাম মাতা হাছিনা বেগমগু্রঞ্জ সাং-খীলমুরারী(জামাল উদ্দিনের ভাড়াটিয়) ০৬। মোঃ রাজিবুল আলম প্রকাশ রাজিব(২৭) পিতা মোঃ জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল ড্রাইভার মাতা আলেয়া বেগম সাং-দক্ষিন সাং-দক্ষিন সোনাপাহাড়(আব্দুর রশিদ মিয়া বাড়ী) ০৭। মোঃ শাহীন উদ্দন হাসান(১৮) পিতা মো আজিজুল ইসলাম মাতা আলেয়া বেগম সাং-খীলমুরারী (কামাল ড্রাইভারের বাড়ী) সর্ব থানা জোরারগঞ্জ জেলা-চট্রগ্রাম পলাতক আসামী ০৮। মোঃ হক সসাব পিতা শাহ আলম সাং-খীলমুরারী থানা জোরারগঞ্জ জেলা চট্রগ্রাম সহ অজ্ঞাতনামা ৭/৮ জন ০৫/১০/২০১৮ ইং তারিখ মধ্যম সোনাপাহাড় মামা ফকিরের মাজারের রাস্তার উত্তর পাশে জনৈক আবুল হোসেনের বাগানের ভিতরে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহনের জন্য সমবেত হইলে উক্ত তারিখ রাত ০৩.০০ ঘটিকার সময় পি এস আই মোঃ আলমগীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া তাহাদের গ্রেফতার করেন। তাহাদের নিকট হইতে
০১টি চাপাতি,০২ টি ছোড়া ০২ টি লোহার রড উদ্ধার করা হয়। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানার মামলা নং-০৬ তারিখ-০৫/১০/২০১৮ ইং ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ রুজু করা হইয়াছে।
jorargong police station