প্রাণের ৭১

প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে ভারি বর্ষণ ও বন্যা

কোস্টারিকার উত্তরাঞ্চল ও প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। এর ফলে কর্তৃপক্ষ প্রায় ১ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
ন্যাশনাল কমিশন অন ইমার্জেন্সি (সিএনই)-এর প্রেসিডেন্ট আলেক্সজান্ডার সোলিস বলেন, বৃহস্পতিবারের প্রবল বৃষ্টির পর বন্যা দেখা দেয়।
সরকার ৯৮৯ জনের জন্য ১৬টি আশ্রয় কেন্দ্র স্থাপন করে। শুক্র ও শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার ভোরে গাছ চাপা পড়ে এক ব্যক্তি মারা যায়। ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে গাছটি উপড়ে তার বাড়ির ওপর পড়ে।
তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি।
দেশটির গণপূর্ত ও পরিবহণ মন্ত্রণালয় জানায়, ক্রুরা ভূমিধসের কারণে বন্ধ হয়ে যাওয়া মহাসড়কগুলো থেকে গাছপালা ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শুরু করেছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*