উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টোকিও সফর শেষে উত্তর কোরিয়া গেছেন। সেখানে তিনি পরমাণু নিরস্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিতীয় বৈঠকের অগ্রগতি নিয়ে দেশটির নেতা কিম জং উনের সাথে আলোচনা করবেন।
রোববার পম্পেও টোকিও থেকে উত্তর কোরিয়া রওনা হন। পম্পেও তার একের পর এক সফরের প্রথমভাগে জাপান সফর করেন। সেখান থেকে উত্তর কোরিয়া হয়ে দক্ষিণ কোরিয়া ও চীন সফর করবেন।
খবর এএফপি’র।
টোকিও থেকে পিয়ংইয়ং রওনা হওয়ার আগে পম্পেও তার টুইট বার্তায় বলেন, ‘আমার পরবর্তী গন্তব্য উত্তর কোরিয়া। সেখানে কিমের সাথে বৈঠক হবে। ট্রাম্প ও কিমের মধ্যেকার বিগত জুনের শীর্ষ সম্মেলনের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।’
এটা পম্পের ৪র্থ উত্তর কোরিয়া সফর। বিগত এসব সফরের কারনে ট্রাম্প ও কিমের মধ্যে ঐতিহাসিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পম্পেও বলেন, ‘তার সফরের অন্যতম উদ্দেশ্য দু’দেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরী করা এবং শান্তি ফিরিয়ে আনা।’