আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহত ১৪
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শনিবার একটি নির্বাচনী সমাবেশে বিস্ফোরক বোঝাই মোটরসাইকেল নিয়ে চালানো হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসরমরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
তাকহার প্রদেশের পুলিশ প্রধানের মুখাপত্র খলিল আসির জানান, রাসতাক জেলায় সমাবেশের কাছে পার্ক করে রাখা মোটরসাইকেলটি বিস্ফোরিত হলে আরও ৩২ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
আগামী ২০ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া নারী প্রার্থী নাজিফা ইউসুফ বেগ সমাবেশে হাজির হওয়ার আগে দুপুরের দিকে এ হামলা চালানো হয়। নাজিফা হামলার লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান খলিল আসির।
প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র জাওয়াদ হাজরি বলেন, রাসতাক জেলাটি দুর্গম এলাকায় অবস্থিত এবং সেখানে পূর্বে বিদ্রোহীদের হামলা হয়নি। তাই সমাবেশে আগতরা নিশ্চিত ছিলেন যে তারা নিরাপদ থাকবেন।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে ওই প্রদেশে তালেবান বিদ্রোহীরা সক্রিয় রয়েছে এবং আগের হামলাগুলোর দায় মেনে নিয়েছে।