ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল ঝড়ে ৬ জনের প্রাণহানি
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল ঝড়ে কমপক্ষে ছয়জন প্রাণ হারিয়েছে।
সোমবার কর্মকর্তারা জানান, ওইসব এলাকায় নদীনালা ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। খবর এএফপি’র।
ঝড়ে কারকাসোনের দুর্গ নগরীসহ আউড বিভাগ এলাকা বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পানি বৃদ্ধির ফলে ভিল্লারডোনেলের আউড গ্রামে এক নারী বন্যার পানিতে ডুবে মারা গেছে এবং ভিল্লেগেইলহেন্সে গতরাতে অন্তত চারজন মারা যায়।
ওই এলাকায় আরো একজন মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
« জাফরুল্লাহ’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ॥ তদন্তে ডিবি (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) রেলওয়ে ও সড়ক যোগাযোগ স্থাপনে সম্মত সিউল ও পিয়ংইয়ং »