প্রাণের ৭১

মিয়ানমারে ত্রিপাক্ষিক শান্তি আলোচনা শুরু

মিয়ানমার সরকার, সেনাবাহিনী ও দেশব্যাপী ১০টি অস্ত্রবিরতি চুক্তিতে (এনসিএ) স্বাক্ষরকারী জাতিগত সশস্ত্র সংগঠনের (ইএও) মধ্যে সোমবার ত্রিপাক্ষিক শান্তি আলোচনা দেশটির রাজধানীতে শুরু হয়েছে। আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান অব্যাহত রাখতে তারা এই আলোচনা শুরু করে। খবর সিনহুয়ার।
এনসিএ চুক্তি স্বাক্ষরের তৃতীয় বার্ষিকী উপলক্ষে চারদিনের এ আলোচনার লক্ষ্য হচ্ছে দেশের রাজনৈতিক আলোচনার বিভিন্ন স্তরে ঘটে যাওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করা।
গত জুলাইতে মিয়ানমারের ২১ শতকের পংলং শান্তি সম্মেলনের তিনমাস পর এ আলোচনা শুরু করা হলো।
শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্টেট কাউন্সেলর অং সান সুকি, প্রতিরক্ষা সার্ভিসের কমান্ডার-ইন-চিফ সেন-জেন মিন অং হলাইং ও কেইন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সভাপতি সাউমুতু সায়ি পোয়ি। তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করা ১০টি সশস্ত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*