প্রাণের ৭১

দেশরত্ম শেখ হাসিনা’র পরিমার্জিত ছাত্রলীগ।।

গঠন মূলক রাজনৈতিক সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারায় বেগবান থেকে দেশ-বিদেশে ছাত্র জনতার সর্ববৃহৎ আদর্শিক সংগঠন বাংলাদেশে ছাত্রলীগের কর্মকান্ডে মুজিবীয় দর্শন ও জনমনে আস্থা ফিরিয়ে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে মুজিব আদর্শের উদ্যোমী, প্রগতিশীল গুনাবলীসম্পন্ন নেতৃত্ব গঠনের লক্ষ্যে সংগঠনের একমাত্র অভিভাবক বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের নেতৃত্ব গঠনের দায়িত্ব নেন। সেই লক্ষ্যেই গত ৩১ জুলাই ২০১৮, রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মনে করেন, মুজিব আদর্শে বিশ্বাসী ছাত্রলীগের নেতা কর্মিরা মহান মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশপ্রেমে নিজেকে আত্মনিয়োগ করবে। দেশের সুনাগরিক ও মানব সম্পদ উন্নয়নসহ ভবিষ্যতে জনকল্যানমূলক রাজনৈতিক নেতৃত্ব দেবে বর্তমান সময়ের ছাত্রনেতারা। যেকারণে ছাত্রলীগ নেতা কর্মিদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা হলো “উচ্চ আদর্শ এবং সাদামাটা জীবনযাপন, এই হোক তোমাদের জীবনাদর্শ”।
জননেত্রী শেখ হাসিনা মনোনীত ছাত্রলীগ” মুজিব (উচ্চ) আদর্শ বুকে নিয়ে সাধারণ জীবনযাপনের মধ্যদিয়ে সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে নিরীহ, অসহায় মানুষের কাছে মানবিক ছাত্রলীগ নাম’টা বেশ পরিচিতি পেয়েছে। যেকোন মানবিক বিপদর্যয়ে ছাত্রলীগ নেতা কর্মিরা পাশে থাকে। শিক্ষাঙ্গনে সুসম শিক্ষার পরিবেশ বজায় রাখার প্রশ্নে বর্তমান ছাত্রলীগ আপোষহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি তুলে ছাত্রলীগ, যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় তদন্তপূর্বক অনিয়মের সত্যতা পেলে পুনরায় ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়। এতেই প্রমাণ করে ছাত্রলীগ শিক্ষা ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়ী। এছাড়াও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের মতো যেকোন ছাত্র আন্দোলনে ছাত্রলীগের সমর্থন থাকে।
ছাত্রলীগে অনুপ্রবেশের বিষয়ে জিরো ট্রলারেন্স নীতিতে অটল বর্তমান সোভন-রব্বানী পরিষদ। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের স্পষ্ট বক্তব্য- মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুজিব আদর্শের কর্মিরাই ছাত্রলীগের পরিচয় পাবে, এখানে অনুপ্রবেশের কোন সুযোগ নেই।
ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ডে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণে কাজ করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই দেশব্যাপী নিজস্ব ডাটাবেজ এ্যাপ, অনলাইন নিউজ পোর্টাল তৈরি ছাড়াও নতুনত্বের গুরুত্ব বিবেচনায় উদ্ভাবকদের যথাযথ মূল্যায়ন করবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ সভাপতি।
ছাত্র সমাজ তথা দেশবাসীর বিশ্বাস- আদর্শিক রাজনীতিতে দেশপ্রেম ও মানবিক গুনাবলীর পরিচয় দিয়ে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রব্বানীর হাত ধরে ছাত্রলীগের ঐতিহ্য সুখ্যাতি বহুদূর এগিয়ে যাবে। ঠিক যেমনটা চেয়েছেন বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
লেখক : সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*