প্রাণের ৭১

র‌্যাব গ্রেপ্তার করলো র‌্যাবকে, কারন জানুন!

রাজধানীর কাউলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের মূলহোতাসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে কাওরান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে বিষয়টি জানান র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ‘গায়ে র‌্যাবের জ্যাকেট, কোমরে পিস্তল, হাতে ওয়াকিটকি। আর মাইক্রোবাসে র‌্যাবের স্টিকার লাগিয়ে অভিনব কায়দায় ছিনতাই করতো তারা। তাদের হাত থেকে রক্ষা পাননি কৃষক, ব্যবসায়ী থেকে শুরু সদ্য অবসর নেওয়া সেনাবাহিনীর সার্জেন্টও।’

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট, ২টি র‌্যাব জ্যাকেট, ১টি র‌্যাব বোর্ড, ২টি কালো গ্লাসের র‌্যাব স্টীকার যুক্ত মাইক্রোবাস জব্দ করা হয়।

মুফতি মাহমুদ বলেন, ‘গ্রেফতারকৃতদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হবে। তবে আমাদের গোয়েন্দা সূত্র বলছে, এরকম আরও গ্রুপ রয়েছে। তাদেরকেও আটকের জন্য চেষ্টা চলছে।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*