খাশোগি হত্যার প্রমাণ মুছে ফেলছে সৌদি তদন্তকারীরা!
সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে খুন হন সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। এই হত্যার তদন্ত করতে তুরস্কে এসেছে সৌদি তদন্তকারীরা। কিন্তু তারা সুষ্ঠু তদন্ত না করে এই হত্যাকাণ্ডের প্রমাণ মুছে ফেলছে বলে অভিযোগ করেছে তুরস্ক। ঊর্ধ্বতন এক তুর্কি কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
ওই তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, খাশোগি হত্যার নয় দিন পর তদন্তে সহযোগিতা করতে সৌদির ১১ সদস্যের একটি তদন্তকারী দল তুরস্কে আসে। তারা যৌথ তদন্তের নাম করে উল্টো হত্যার প্রমাণ ধ্বংস করছে।
তিনি জানান, সৌদির ওই তদন্তকারী দলে দুজন কেমিস্ট ও টক্সিওলোজি বিশেষজ্ঞ রয়েছেন। তারাই হত্যার প্রমাণ মুছে ফেলার কাজটি করছেন।
সূত্র: দ্য সাবাহ
« মা-বাবার পর মৃত্যু হলো সন্তানেরও (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) হাইকোর্টে ফের জামিন আবেদন শহিদুল আলমের »