রাঙ্গামাটিতে পিস্তলসহ যুবক আটক
রাঙ্গামাটি শহরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ আনন্দ সুদন চাকমা ওরফে বিজয় চাকমা নামে এক যুবককে আটক করেছে।
শনিবার দুপুরে রাঙ্গামাটি সদর জোনের সেনা সদস্য ও কোতোয়ালি পুলিশের যৌথ দল শহরের পুরানো পুলিশ লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ ওই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল , চার রাউন্ড গুলি ও মোবাইল ফোনসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আনন্দ সুদন চাকমা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও আসামি ছিনতাই মামলায় অভিযুক্ত। এছাড়া তার বিরুদ্ধে স্থানীয় একটি আঞ্চলিক দলের হয়ে চাঁদা আদায়ের অভিযোগও আছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
« পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য শাসকগোষ্ঠীই দায়ী: সন্তু লারমা (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) নীলফামারীতে কিশোরীসহ ৩ নারীর লাশ উদ্ধার »