প্রাণের ৭১

নীলফামারীতে কিশোরীসহ ৩ নারীর লাশ উদ্ধার

নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক ঘটনায় এক কিশোরী ও দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- বাবুপাড়া গ্রামের আমিজউদ্দিন সর্দারের মেয়ে শাহানা আকতার (১৪), কলেজপাড়া গ্রামের খোরশেদ আলম মিনজিলের স্ত্রী আসমা বেগম (২২) ও নিমজখানা হাট এলাকার প্রমোদ চন্দ্রের স্ত্রী অনিতা রানী (৩০)।

এলাকাবাসী জানায়, শনিবার সকালে কলেজপাড়া গ্রামে স্বামী খোরশেদ স্ত্রী আসমাকে বেদম প্রহার করলে আসমা নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকাবাসী খোরশেদকে আটক করে ডোমার থানায় সোপর্দ করে।

একই দিনে বাবুপাড়া গ্রামে গাইড বই কিনে না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আমিজদ্দিন সর্দারের মেয়ে শাহানা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অন্যদিকে শুক্রবার বিকালে নিমজখানা হাট এলাকায় প্রমোদ চন্দ্রের স্ত্রী অনিতা রানীর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

এসব ব্যাপারে ডোমার থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*