এইবার বি চৌধুরীর পা ধরে সালাম করলেন কাদের সিদ্দিকী
বিকল্পধারার চেয়ারম্যান ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে দেখা করতে এসে তার পায়ে হাত দিয়ে সালাম করেছেন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
এরপর দুই নেতা এক সাথে চাও খেয়েছেন বলে নিশ্চিত করেছেন বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম।
শনিবার রাতে হঠাৎ করেই বি চৌধুরীর সঙ্গে দেখা করতে তার বারিধারার বাসভবনে আসেন কাদের সিদ্দিকী।
তবে এ সময় রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে জানতে কাদের সিদ্দিকীকে ফোন করার পর তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তার ব্যক্তিগত সহকারি ফোন ধরে জানান, উনি (কাদের সিদ্দিকী) গুলশানে জরুরি মিটিংয়ে আছেন।
শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হচ্ছে।
এ বৈঠকের সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসভবনে গিয়ে সাংবাদিকদের জানানোর কথা রয়েছে।