প্রাণের ৭১

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় রবিবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহত সামছুদ্দীন (৩২) উপজেলার বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবী, সে ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে হত্যা,ডাকাতিসহ ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গতকাল রাতে সামছুদ্দীন বন্দুকযুদ্ধে আহত হয়। তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ রবিবার সকালে সে মারা যায়।

বন্দুকযুদ্ধে পুলিশের সাব ইন্সপেক্টর আলী রমজান ও এএসআই রুবেলসসহ এক কনস্টেবল আহত হবার কথা জানান ওসি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*