প্রাণের ৭১

ম্যাক্রোঁর জনপ্রিয়তায় ধস

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তা ২৫ শতাংশ কমেছে। রোববার প্রকাশিত একটি জনমত জরিপে একথা বলা হয়েছে।
খবর এএফপি’র।
আইফোপ নামে একটি জরিপ পরিচালনাকারী সংস্থা জরিপটি চালিয়েছে। জার্নাল দ্যু ডিমাঞ্চি পত্রিকায় জরিপটি প্রকাশিত হয়েছে।
জ্বালানী মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদের একদিন পর প্রতিবেদনটি প্রকাশিত হল।
বিশ্লেষকরা বলেন, জ্বালানী মূল্য বৃদ্ধির কারণে ৪০ বছর বয়সী প্রেসিডেন্টের প্রতি জনগণ একেবারেই হতাশ।
ব্যাপকভিত্তিক এই জরিপে দেখা গেছে নভেম্বর মাসে ম্যাক্রোঁর জনপ্রিয়তা সার্বিকভাবে চার পয়েন্ট কমেছে।
মাত্র চার শতাংশ মানুষ বলেছে, তারা ম্যাক্রোঁর কার্যক্রমে ‘অনেক সন্তুষ্ট’। এদিকে ২১ শতাংশ মানুষ বলেছে, ম্যাক্রোঁর প্রতি তারা ‘মোটামুটি সন্তুষ্ট’।
জরিপে ৩৯ শতাংশ জনগণ তার কার্যক্রমে ‘অত্যন্ত অসন্তুষ্ট’। ৯ থেকে ১৭ নভেম্বর ১ হাজার ৯৫৭ জন লোকের ওপর জরিপটি চালানো হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*