প্রাণের ৭১

দুর্বৃত্তের গুলিতে কুমিল্লা মহানগর আ. লীগ নেতা নিহত

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতা ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টায় কুমিল্লার সামবক্সী এলাকার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। সে বল্লভপুর বড়বাড়ির আবু মহসিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বল্লভপুর এলাকায় কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে কোথায় কোথায় আওয়ামী লীগের উঠান বৈঠক হবে সে বিষয়ে সিদ্ধান্ত সভা শেষে বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্টো পাশে তার কার্যালয়ে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন।

এ সময় দুইজন মোটরসাইকেল আরোহী পেছন থেকে এসে একজন মোটরসাইকেল থেকে নেমে দেলোয়ারের মাথায় পর পর তিনটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহত দেলোয়ার দুই ছেলে সন্তানের জনক এবং হাউজিং এস্টেট স্কুল ও কলেজের শিক্ষক।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*